Tuesday, September 18, 2018

খান মুহাম্মদ মুস্তফার কবিতা

কোন এক সন্ধে-

খান মোহাম্মদ মোস্তফা


প্রিয়ান্তিকা তুমি এসো, এসো কোন এক সন্ধে
নিভৃতে নির্জনে লুকোচুরি খেলবো দু'জনে
তারারাও লুকিয়ে যাবে আমাদের আড়াল দিতে
বাঁকা চাঁদও লজ্জায় লুকিয়ে রবে মেঘের আড়ালে।

প্রিয়ান্তিকা তুমি সে-দিন নীলা শাড়ী গায়ে দিও
নীলাকাশের সণে মিলে যাবে তুমি নীলরঙে
আমিও হারিয়ে যাব তোমার প্রেম আকাশে
প্রেমের মিতালী খেলবো দু'জনে দূর আকাশে।

প্রিয়ান্তিকা তুমি নগ্ন পায়ে আলতা মেখে
শিশিরজলে ভিজতে ভিজতে এসো
আমি মালা গেঁথে দিব তোমায় নীলপদ্ম দিয়ে
লাগবে তোমায় বেশ ভাল আমার হৃদয়-আকাশে। 

তোমার নপুরের ছন্দেবন্ধে বাজবে প্রেমসংগীত
নাচবে পাখিরা রন্ধ্রে রন্ধ্রে কোকিলের কুহুকুহু তানে 
আমিও হারিয়ে যাব তোমার সারা অঙ্গে অঙ্গে
এসো তবে এসো প্রিয়ান্তিকা আমার প্রেমসাগর নীরে।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...