Wednesday, October 3, 2018

কবিতা

ডায়েরির পাতায় তুমি

ইমরান হোসেন রিয়াদ


নিস্তব্ধ রাতে
বসে আছি পড়ার টেবিলে
হাতে তোমার ডায়েরি টা।
বাহিরে আকাশের দিকে তাকালাম
আকাশ টা অন্ধকার
মাঝে মাঝে মূদু ঠান্ডা বাতাস
বেশ উপভোগযোগ্য।
তখন ও
হাতে তোমার ডায়েরি টা।
এই অন্ধকার তুমি আমার হাত ধরে আছো
আর বলছো এই অনেক রাত হয়েছে
এবার ঘুমাতে চল।
আঁখি খুলে দেখি
হাতে তোমার ডায়েরি টা।
রাতের আঁধারে ঢাকা
আকাশ কে বিদায় জানিয়ে
আমার শয়ন কক্ষে আসি
তখনো হাতে তোমার ডায়েরি টা।
নিদ্রায় শেষ হল রাত খানি
প্রভাতের আলো চড়িয়েছে চারদিকে
হঠাৎ জাগ্রত হলাম
হাতে তোমার ডায়েরি টা।

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...