Tuesday, September 18, 2018

শামীম খান যুবরাজের ছড়া

ধূমপায়ী বন্ধুর প্রতি
শামীম খান যুবরাজ


ব্যাটা তুই অস্থির
নিঃশ্বাস স্বস্তির-
ফেলে যা,
হাতের ওই সিগারেট
এক্ষুণি ছেড়ে দিয়ে
ডাস্টবিনে ঢেলে যা।

তুই ব্যাটা মন্দ
গায়ে তোর গন্ধ
শিশুদের কাছ থেকে
দূরে যা,
পরিবেশ রক্ষায়
বিবেকটা নড়ে যদি
সিগারেট গুঁড়ে যা।

সিগারেট ছেড়ে দিয়ে ভাই রে
আয় মিলে দুইজনে গাই রে
জীবনটা সুন্দর, প্রোজ্জ্বল
পৃথিবীর নেয়ামত রোদ-জল
সবকিছু আমাদের জন্য,
মিলেমিশে হাত ধরে
ভালো ভালো কাজ করে
আয় করি জীবনটা ধন্য।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...