Wednesday, January 24, 2018

আনজানা ডালিয়ার কবিতা

কাঙ্খিত একটা রাত
আনজানা ডালিয়া

পিপাসামূখী শত কাঙ্খিত রাত্রি ছিলো
ছিলো ভালোবাসার অদৃশ্য সুঁতোয় বাঁধা,
আলোকলতায় সাজানো।
হাজার বিন্দু অশ্রু হয়ে ঝরেছে
স্বপ্নাহত জীবনে বিরহীবার্তা বেদনাসুর।
আবেগটা ঘুমে অচেতন,
অভিমানও জড়িয়ে ধরে পাশ ফিরে শোয়,
হিমপরশে প্রেম আরো কঠিনভাবে
জমাট বেঁধেছে স্বপ্নাকা বুকে।
স্নিগ্ধতা ওম নির্দয় হয়ে শুষে নিয়েছে যত প্রেম।
বিবস ঠোঁটে বারবার একেঁছে
আকাশছুট অনন্তকালীন মেঘচুম।

Wednesday, January 17, 2018

আনজানা ডালিয়ার কবিতা

স্বপ্নপুরি আর একটা ময়না

আনজানা ডালিয়া


ছনের ছাউনি দেয়া স্বপ্নপুরির
দখিন কোণে একটা ময়না পুষে রেখো
যে কিনা তোমার দেয়া আদুরে নাম ধরে আমায় ডাকবে
চোখের আড়াল হলে উতলা হবে,
ডেকে উঠবে সেই তোমার প্রিয় নামটি ধরে
মো.....না ,
মো.....না,
মো.....না,
কোনো সময় পুরো বাড়ি ছুটোছুটি করবে
আসছে কোনো ঝড়,
জানান দিবে তার অস্থিরতায়।
তোমার দেয়া ময়নাই হবে তোমার ক্ষুদে বার্তার ছোঁয়া,
তোমার কণ্ঠ শোনার জন্য বিরক্ত তখন করবো না,
কলের পর কল জমে শতবার স্ক্রীনে নাম্বারটা ভেসে উঠবেনা,
স্বপ্নপুরি আর ময়নার স্বপ্নিল ছবি আঁকছি প্রতিক্ষনে।

Thursday, January 11, 2018

বাংলা লতিফা

বাংলা লতিফা

আনজানা ডালিয়া


ক্লান্ত অপরাহ্নে ছুঁয়ে দিলে
আনজানা ডালিয়া

নেতিয়ে পড়া মায়া হরিণি আজ সতেজে
স্বপ্ন আজ উদ্ভাসীনি হৃদয় মাঝে।

ছায়ার আবরন খসে পরলো আবেগে জড়িয়ে
শঙ্খচিল ডানা মেলেছে সব মায়াবন্ধন দিয়ে।

স্পর্স দিলো দূরত্বে শেকড়ের ঘ্রান
ক্লান্ত অপরাহ্নে ছুঁয়ে দিলে মন প্রান।

মিরসরাই
চট্টগ্রাম।

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...