Wednesday, January 24, 2018

আনজানা ডালিয়ার কবিতা

কাঙ্খিত একটা রাত
আনজানা ডালিয়া

পিপাসামূখী শত কাঙ্খিত রাত্রি ছিলো
ছিলো ভালোবাসার অদৃশ্য সুঁতোয় বাঁধা,
আলোকলতায় সাজানো।
হাজার বিন্দু অশ্রু হয়ে ঝরেছে
স্বপ্নাহত জীবনে বিরহীবার্তা বেদনাসুর।
আবেগটা ঘুমে অচেতন,
অভিমানও জড়িয়ে ধরে পাশ ফিরে শোয়,
হিমপরশে প্রেম আরো কঠিনভাবে
জমাট বেঁধেছে স্বপ্নাকা বুকে।
স্নিগ্ধতা ওম নির্দয় হয়ে শুষে নিয়েছে যত প্রেম।
বিবস ঠোঁটে বারবার একেঁছে
আকাশছুট অনন্তকালীন মেঘচুম।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...