Wednesday, January 17, 2018

আনজানা ডালিয়ার কবিতা

স্বপ্নপুরি আর একটা ময়না

আনজানা ডালিয়া


ছনের ছাউনি দেয়া স্বপ্নপুরির
দখিন কোণে একটা ময়না পুষে রেখো
যে কিনা তোমার দেয়া আদুরে নাম ধরে আমায় ডাকবে
চোখের আড়াল হলে উতলা হবে,
ডেকে উঠবে সেই তোমার প্রিয় নামটি ধরে
মো.....না ,
মো.....না,
মো.....না,
কোনো সময় পুরো বাড়ি ছুটোছুটি করবে
আসছে কোনো ঝড়,
জানান দিবে তার অস্থিরতায়।
তোমার দেয়া ময়নাই হবে তোমার ক্ষুদে বার্তার ছোঁয়া,
তোমার কণ্ঠ শোনার জন্য বিরক্ত তখন করবো না,
কলের পর কল জমে শতবার স্ক্রীনে নাম্বারটা ভেসে উঠবেনা,
স্বপ্নপুরি আর ময়নার স্বপ্নিল ছবি আঁকছি প্রতিক্ষনে।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...