Tuesday, December 29, 2015

শক্তিশালী নৌবাহিনী বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

সৈয়দ আজমল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সে স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে গেছেন।
বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা একটি শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠার প্রয়োজন মনে করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের নেতা। সমুদ্রসীমায় দেশকে শত্রুর হাত থেকে মোকাবেলার জন্য একটি শক্তিশালী বাহিনী প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং নৌবাহিনী প্রতিষ্ঠা করেন।
সমুদ্রপথে বাণিজ্য ছাড়াও সামুদ্রিক সম্পদ রক্ষা, আহরণ এবং বাণিজ্যে ব্যবহার করা নৌবাহিনীর দায়িত্ব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালেই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Monday, December 14, 2015

সমাজ সেবক হাজ্বী নুরুল ইসলাম ডিলারের ইন্তেকাল

সমাজ সেবক হাজ্বী নুরুল ইসলাম ডিলারের ইন্তেকাল

সৈয়দ আজমল;;
 আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজ্বী নুরুল ইসলাম ডিলার শুক্রবার (১১ডিসেম্বর) রাত ১০টায় মীরসরাই মাতৃকা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৬১ বছর।
শনিবার সকাল ১১টায় আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কনফিডেন্স সিমেন্টের এমডি সহ উপরস্থ কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার কবির আহম্মদ নিজামী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম নিজামী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জফর সাদেক, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Monday, December 7, 2015

শীঘ্রই খুলে দেয়া হচ্ছে ফেইসবুক


শীঘ্রই খুলে দেয়া হচ্ছে ফেইসবুক

সৈয়দ আজমল

গত ১৮ নবেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুক সহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে। যদিও বিকল্প পথে অনেকেই ব্যবহার করছে এসব। ফেইসবুক বন্ধ রাখার কারণ হিসেবে সরকার জানায় দেশের নিরাপত্তা রক্ষার্থে বন্ধ রাখা হয়েছে এসব অ্যাপ। ফেইসবুক ব্যবহার করে বাংলাদেশ কি কি অপরাধ হচ্ছে তার বিস্তারিত বিবরন দিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে একটি ইমেইল করেন ডাক ও তার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম। সরকারের পাঠানো ইমেইলের উল্লিখিত সমস্যার সম্ভাব্য সমাধানের জন্য ৬ ডিসেম্বর (রবিবার) ফেইসবুক দুজন প্রতিনিধি পাঠায় বাংলাদেশে। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে প্রায় দুঘন্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাধিকদের জানান, নিরাপত্তার বিষয়ে ফেইসবুক বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে রাজি হয়েছে। মন্ত্রী আরো বলেন আমরা আমাদের সমস্যার কথা বলেছি। ফেসবুক অথরিটিকে যারা রিপ্রেজেন্ট করেছে, তারাও কতটুকু সহযোগিতা করতে পারবেন তা বলেছেন। ফেইসবুকের কাছে সরকারের চাওয়া কি ছিল তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ফেইসবুক ব্যবহার করে অনেকেই অ্যাবিউজ করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন আছে। সেগুলো নিয়ে কথা হয়েছে। কবে ফেইসবুক খুলে দেয় হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কোন দিন বলা যাচ্ছেনা তবে আমরা শীঘ্রই ফেইসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করব। প্রায় দু ঘন্টার এই বৈঠকে উপস্থিত র্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেইসবুক দক্ষিন এশিয়া অঞ্চলের ল' এনফোর্সমেন্ট স্পেশালিষ্ট বিক্রম লাংয়ে ও পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমূখ।


Thursday, December 3, 2015

হেলো বন্ধুরা সবাই কেমন আছ?  আজ  থেকে নতুন ব্লগিং শুরু করলাম.

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...