Monday, August 20, 2018

ছুঁইওনা আমায় লজ্জায় মরে যাবো



আনজানা ডালিয়া


সোঁনালী রোদ্দুরের জোয়ারে
দুপাশে লজ্জাবতী ঘেরা মেঁঠো পথে

উষ্ণতারে এঁকে,
কষ্ট বিরহকে ঢেঁকে,
আঁকে লজ্জাবতীর জীবন।
কতদিন ছোঁয়া হয়নি তার হাত,
গাঁথা হয়নি আঙ্গুল ভাঁজে,
ঠোঁটগুলো হয়নি হিম লাজে,
বন্ধিত করেনি অনুরক্ত নিবিড়ে
লজ্জাবতীর বনটা ছুঁয়ে দিতেই
ঢলে পড়ে ঘোর পরাজয়ে।
দুলে উঠে বলে-
ছুঁইওনা আমায়,
লজ্জায় মরে যাবো,
তোমার প্রিয়াকে ছোঁও।

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...