Tuesday, September 18, 2018

তরুন ছড়াকার জনি হোসেন কাব্যর ছড়া

গরম বেড়ে যাক
জনি হোসেন কাব্য


মুখোমুখি দুটি ফ্ল্যাটে তোমার আমার বাস,
এক দেখাতেই হয়ে গেল ভালো লাগার চাষ।
এটা ওটা ভেবে উদাস সময় কেটে যায়,
দিনের আলো নেভার আগে আসতে বারান্দায়।
নরম মনে খুব চেয়েছি একটা কিছু হোক,
অবসানটা ভেঙ্গে হঠাৎ পড়লো চোখে চোখ।

চলেই গেলে! দিলটা আমার হয়ে গেল ভাগ,
জানি না কী পেয়েছিলে লজ্জা নাকি রাগ?
কপাল খারাপ। সেদিন থেকে পাইনি দেখা আর,
পর্দাগুলোও টেনে দিলে দরজা জানালার।

দিন গড়াতেই নীল পৃথিবীর বেড়ে গেল তাপ,
সকল পর্দা খুলে দিলো তোমার ভালো বাপ।
বসলো বাতাস এলো চুলে এবং পুরো গায়,
আমার বাসা থেকে কী যে দারুণ দেখা যায়!

চাই না শীতল বৃষ্টি নামুক, চাই না মেঘের ডাক,
তোমায় দেখার জন্যে আরো গরম বেড়ে যাক।
x

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...