Tuesday, September 18, 2018

ভাঙ্গনের রীতি

ভাঙ্গনের রীতি

আনজানা ডালিয়া

ভাঙ্গনের সুর এখন আর বুকে তোলপাড় হয়না
রয়ে সয়ে ভাঙ্গনও প্রয়োজন আছে
বৈচিত্র্যময় হয় জগতের সব সুন্দর।
মাঝে মাঝে সময় অপ্রতিরোধ্য হয়ে সামনে দাড়ায়
কিছু সময় ভাঙ্গনের করুণ সুরও স্বপ্ন জাগায়
ইচ্ছে করে ছেঁটে আরো ভাঙ্গুক
ভাঙ্গনটা গভীর আর নিখুঁত হোক।
জীবনের দায়ভারে,
স্বপ্নের কাঁটাকুটিতে,
ভাঙনের নাম শিখেছি,
ভাঙনের হাতেখঁড়ি হয়েছে।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...