Thursday, December 21, 2017

প্রশ্নহীন উত্তর

প্রশ্নহীন উত্তর

আনজানা ডালিয়া



বকুল ঝরা শান বাঁধানো ঘাট,
পাশে শিউলি ঝরা চাদর বিছানো,
গোলাপ ঝোপের নিচে দুটো রাজহাঁস।
ওরা প্রেমে মত্ত,
তাতেই বুঝলাম ওরা একে অপরের।
চাঁদের উজ্জল আলো টাও সেদিন অকৃপন আলো দিয়েছিলো।
বকুল, শিউলি,চাঁদ,রাজহাঁস,তুমি আমি এক সুতোঁয় গাঁথা ছিলাম।
দেখো আজ আবার সে চাঁদ টা বেড়াতে এসেছে
আমার আঙিনায়।
সুঁতোর বাঁধন একপাশে কাটা,
তুমি নেই
চাঁদটা বারবার জানতে চেয়ে মুখ ভার করে বললো
কোথায় ফেলে 
এগিয়ে এলে?
আমি নিশ্চুপ।
প্রশ্নহীন উত্তর।

2 comments:

  1. খুব ভাল লাগলো ।ভালবাসার জন্য অনেক সময় অনেক উত্তর দিতে হয় ।

    ReplyDelete
  2. অনেক অনেক শুভকামনা

    ReplyDelete

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...