Saturday, December 23, 2017

আমার না থাকার ভান্ডার পরিপুর্ন

আমার না থাকার ভান্ডার পরিপুর্ন

আনজানা ডালিয়া


কে বলে আমার কিছু নেই?
আমার না থাকার গল্পটা পরিপুর্ন।
প্রতিক্ষনে যে নিঃশ্বাস নিচ্ছি
তাতো তারই দান।
বিশাল আকাশটা ঐ
যার নকলে মনটা আমার গড়া
তাও যে তারি দেয়া।
সাগরের ঢেউয়ে নিজেকে খোঁজা,
চাঁদের সাথে মিতালী,
পাহাড়ের অলিন্দে ঘুমানো,
বর্ষার লগ্নে সব কষ্ট ধুয়ে নেয়া,
সবইতো তার দেয়া।
আমার থাকার গল্পটা অন্যরকম
মেঘে ঢাকা।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...