Thursday, December 28, 2017

কেন যে মানুষ হলাম

কেন যে মানুষ হলাম

আনজানা ডালিয়া


ঝড়ো হাওয়া হলামনা কেন?
দিতাম এক ঝটকায় তোমার
জেল মাখা চুলগুলো এলোমেলো করে
কপট রাগে আঙুল চিরুনীতে ভাজে বসাতে।
হতাম যদি ধারালো রেজার
প্রতি ভোরে ছুঁতাম যত্নে দুগাল।
একুরিয়ামের সোনালী ঘোমটার মাছ হলেও
দিতে তুমি দুবেলা দুমুঠো দানা ছিটিয়ে নিজ হাতে।
আর কিছু না হই, ন্যাপথলিন তো হতে পারতাম
প্রতিটা শার্টের ভাজে বসাতে আদরে,
তোমার গন্ধ গায়ে মাখতাম।
কেন যে মানুষ হতে গেলাম
নিয়মে,নিষেধে বাঁধো প্রতি প্রতিক্ষনে।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...