Sunday, December 17, 2017

আশ্রয়

আশ্রয়

এম.এ হান্নান



ঝাঁপিয়ে দাঁড়াই
উর্বর মাটির বুকে।

কখনও জল ছিল
আবার জমবে,
সূর্যরশ্মিতে দেখবো
প্রফুল্ল মুখ।

শুকনো ঘাস;
ঝরাপাতার পাশে
একটু আশ্রয় চাই_

এই বর্ষায়। বা অন্য ঋতু।
শুষ্কতায়
নিমগ্ন হব শাপলার জলে।


(নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র
মীরসরাই থানা- চট্টগ্রাম।)

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...