Sunday, December 17, 2017

লজ্জাবতীর গাছ

লজ্জাবতীর গাছ

-সৈয়দ আজমল হোসেন


গুল্ম জাতের উদ্ভিদ এটি
লজ্জাবতীর গাছ,
স্বদেশ হতে বিলুপ্ত প্রায়
হয়না করা চাষ।

আপন মনে বাড়ছে এটি
পথের বাকে বাকে,
চলার পথে পড়লে চোখ
স্পন্দন জাগে বুকে।

গোলাপি রঙ্গে ফুটছে রোজ
লজ্জাবতীর ফুল,
হয়তো খুকি দেখছে আর
হাসছে খিল খিল।

লজ্জাবতীর লজ্জা বড়ই
হালকা দিলে নাড়া,
হকচকিয়ে হুড়মুড়িয়ে
পাতায় লাগে জোড়া।

No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...