Monday, December 7, 2015

শীঘ্রই খুলে দেয়া হচ্ছে ফেইসবুক


শীঘ্রই খুলে দেয়া হচ্ছে ফেইসবুক

সৈয়দ আজমল

গত ১৮ নবেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুক সহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে। যদিও বিকল্প পথে অনেকেই ব্যবহার করছে এসব। ফেইসবুক বন্ধ রাখার কারণ হিসেবে সরকার জানায় দেশের নিরাপত্তা রক্ষার্থে বন্ধ রাখা হয়েছে এসব অ্যাপ। ফেইসবুক ব্যবহার করে বাংলাদেশ কি কি অপরাধ হচ্ছে তার বিস্তারিত বিবরন দিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে একটি ইমেইল করেন ডাক ও তার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম। সরকারের পাঠানো ইমেইলের উল্লিখিত সমস্যার সম্ভাব্য সমাধানের জন্য ৬ ডিসেম্বর (রবিবার) ফেইসবুক দুজন প্রতিনিধি পাঠায় বাংলাদেশে। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে প্রায় দুঘন্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাধিকদের জানান, নিরাপত্তার বিষয়ে ফেইসবুক বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে রাজি হয়েছে। মন্ত্রী আরো বলেন আমরা আমাদের সমস্যার কথা বলেছি। ফেসবুক অথরিটিকে যারা রিপ্রেজেন্ট করেছে, তারাও কতটুকু সহযোগিতা করতে পারবেন তা বলেছেন। ফেইসবুকের কাছে সরকারের চাওয়া কি ছিল তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ফেইসবুক ব্যবহার করে অনেকেই অ্যাবিউজ করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন আছে। সেগুলো নিয়ে কথা হয়েছে। কবে ফেইসবুক খুলে দেয় হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কোন দিন বলা যাচ্ছেনা তবে আমরা শীঘ্রই ফেইসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করব। প্রায় দু ঘন্টার এই বৈঠকে উপস্থিত র্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেইসবুক দক্ষিন এশিয়া অঞ্চলের ল' এনফোর্সমেন্ট স্পেশালিষ্ট বিক্রম লাংয়ে ও পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমূখ।


No comments:

Post a Comment

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...