মিরসরাই লিটারেচার এমন একটি অনলাইন ম্যাগাজিন, যেখানে প্রকাশ পাবে আপনার সৃজনশীল গল্প কবিতা, প্রবন্ধ।
Saturday, August 11, 2018
Wednesday, January 24, 2018
আনজানা ডালিয়ার কবিতা
কাঙ্খিত একটা রাত
আনজানা ডালিয়া
পিপাসামূখী শত কাঙ্খিত রাত্রি ছিলো
ছিলো ভালোবাসার অদৃশ্য সুঁতোয় বাঁধা,
আলোকলতায় সাজানো।
হাজার বিন্দু অশ্রু হয়ে ঝরেছে
স্বপ্নাহত জীবনে বিরহীবার্তা বেদনাসুর।
আবেগটা ঘুমে অচেতন,
অভিমানও জড়িয়ে ধরে পাশ ফিরে শোয়,
হিমপরশে প্রেম আরো কঠিনভাবে
জমাট বেঁধেছে স্বপ্নাকা বুকে।
স্নিগ্ধতা ওম নির্দয় হয়ে শুষে নিয়েছে যত প্রেম।
বিবস ঠোঁটে বারবার একেঁছে
আকাশছুট অনন্তকালীন মেঘচুম।
Wednesday, January 17, 2018
আনজানা ডালিয়ার কবিতা
স্বপ্নপুরি আর একটা ময়না
আনজানা ডালিয়া
ছনের ছাউনি দেয়া স্বপ্নপুরির
দখিন কোণে একটা ময়না পুষে রেখো
যে কিনা তোমার দেয়া আদুরে নাম ধরে আমায় ডাকবে
চোখের আড়াল হলে উতলা হবে,
ডেকে উঠবে সেই তোমার প্রিয় নামটি ধরে
মো.....না ,
মো.....না,
মো.....না,
কোনো সময় পুরো বাড়ি ছুটোছুটি করবে
আসছে কোনো ঝড়,
জানান দিবে তার অস্থিরতায়।
তোমার দেয়া ময়নাই হবে তোমার ক্ষুদে বার্তার ছোঁয়া,
তোমার কণ্ঠ শোনার জন্য বিরক্ত তখন করবো না,
কলের পর কল জমে শতবার স্ক্রীনে নাম্বারটা ভেসে উঠবেনা,
স্বপ্নপুরি আর ময়নার স্বপ্নিল ছবি আঁকছি প্রতিক্ষনে।
Thursday, January 11, 2018
Sunday, December 31, 2017
কখন আসবে তুমি
কখন আসবে তুমি
আনজানা ডালিয়া
ফিঁঙের মতো নাচবে যেদিন,
বউ কথা কও গাইবে যেদিন,
উঠোন কোনে ডালিম ডালে
দেখো ইস্টিকুটুম ডাকবে সেদিন।
সেদিনই তোমার আঙিনায়
আমার একপায়ের নূপুর খুইয়ে আসবো।
রেখে আসবো হৃদয়ের খিলটা
তোমার বাড়ির আগ দুয়ারে।
সেদিন আমার ঝিলের শালুকগুলো
কড়া রঙে সাজবে,
খিলখিলিয়ে হাসবে।
Thursday, December 28, 2017
কেন যে মানুষ হলাম
কেন যে মানুষ হলাম
আনজানা ডালিয়া
ঝড়ো হাওয়া হলামনা কেন?
দিতাম এক ঝটকায় তোমার
জেল মাখা চুলগুলো এলোমেলো করে
কপট রাগে আঙুল চিরুনীতে ভাজে বসাতে।
হতাম যদি ধারালো রেজার
প্রতি ভোরে ছুঁতাম যত্নে দুগাল।
একুরিয়ামের সোনালী ঘোমটার মাছ হলেও
দিতে তুমি দুবেলা দুমুঠো দানা ছিটিয়ে নিজ হাতে।
আর কিছু না হই, ন্যাপথলিন তো হতে পারতাম
প্রতিটা শার্টের ভাজে বসাতে আদরে,
তোমার গন্ধ গায়ে মাখতাম।
কেন যে মানুষ হতে গেলাম
নিয়মে,নিষেধে বাঁধো প্রতি প্রতিক্ষনে।
Saturday, December 23, 2017
আমার না থাকার ভান্ডার পরিপুর্ন
আমার না থাকার ভান্ডার পরিপুর্ন
আনজানা ডালিয়া
কে বলে আমার কিছু নেই?
আমার না থাকার গল্পটা পরিপুর্ন।
প্রতিক্ষনে যে নিঃশ্বাস নিচ্ছি
তাতো তারই দান।
বিশাল আকাশটা ঐ
যার নকলে মনটা আমার গড়া
তাও যে তারি দেয়া।
সাগরের ঢেউয়ে নিজেকে খোঁজা,
চাঁদের সাথে মিতালী,
পাহাড়ের অলিন্দে ঘুমানো,
বর্ষার লগ্নে সব কষ্ট ধুয়ে নেয়া,
সবইতো তার দেয়া।
আমার থাকার গল্পটা অন্যরকম
মেঘে ঢাকা।
Subscribe to:
Posts (Atom)
সাহিত্য পাতা
কবিতা
ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...
-
ধূমপায়ী বন্ধুর প্রতি শামীম খান যুবরাজ ব্যাটা তুই অস্থির নিঃশ্বাস স্বস্তির- ফেলে যা, হাতের ওই সিগারেট এক্ষুণি ছেড়ে দিয়ে ড...
-
গরম বেড়ে যাক জনি হোসেন কাব্য মুখোমুখি দুটি ফ্ল্যাটে তোমার আমার বাস, এক দেখাতেই হয়ে গেল ভালো লাগার চাষ। এটা ওটা ভেবে উদাস সময় ক...
-
আনজানা ডালিয়া সোঁনালী রোদ্দুরের জোয়ারে দুপাশে লজ্জাবতী ঘেরা মেঁঠো পথে উষ্ণতারে এঁকে, কষ্ট বিরহকে ঢেঁকে, আঁকে লজ্জা...