Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Monday, August 20, 2018

ছুঁইওনা আমায় লজ্জায় মরে যাবো



আনজানা ডালিয়া


সোঁনালী রোদ্দুরের জোয়ারে
দুপাশে লজ্জাবতী ঘেরা মেঁঠো পথে

উষ্ণতারে এঁকে,
কষ্ট বিরহকে ঢেঁকে,
আঁকে লজ্জাবতীর জীবন।
কতদিন ছোঁয়া হয়নি তার হাত,
গাঁথা হয়নি আঙ্গুল ভাঁজে,
ঠোঁটগুলো হয়নি হিম লাজে,
বন্ধিত করেনি অনুরক্ত নিবিড়ে
লজ্জাবতীর বনটা ছুঁয়ে দিতেই
ঢলে পড়ে ঘোর পরাজয়ে।
দুলে উঠে বলে-
ছুঁইওনা আমায়,
লজ্জায় মরে যাবো,
তোমার প্রিয়াকে ছোঁও।

Wednesday, January 24, 2018

আনজানা ডালিয়ার কবিতা

কাঙ্খিত একটা রাত
আনজানা ডালিয়া

পিপাসামূখী শত কাঙ্খিত রাত্রি ছিলো
ছিলো ভালোবাসার অদৃশ্য সুঁতোয় বাঁধা,
আলোকলতায় সাজানো।
হাজার বিন্দু অশ্রু হয়ে ঝরেছে
স্বপ্নাহত জীবনে বিরহীবার্তা বেদনাসুর।
আবেগটা ঘুমে অচেতন,
অভিমানও জড়িয়ে ধরে পাশ ফিরে শোয়,
হিমপরশে প্রেম আরো কঠিনভাবে
জমাট বেঁধেছে স্বপ্নাকা বুকে।
স্নিগ্ধতা ওম নির্দয় হয়ে শুষে নিয়েছে যত প্রেম।
বিবস ঠোঁটে বারবার একেঁছে
আকাশছুট অনন্তকালীন মেঘচুম।

সাহিত্য পাতা

কবিতা

ডায়েরির পাতায় তুমি ইমরান হোসেন রিয়াদ নিস্তব্ধ রাতে বসে আছি পড়ার টেবিলে হাতে তোমার ডায়েরি টা। বাহিরে আকাশের দিকে তাকালাম আকাশ...